কোলাহল কোলাহল কোলাহল;
যে দিকে শোনা যাবে কোলাহল ,
সেখানে দেখবে তুমি ছেলেদের দল !
ছেলেদেরকে বাড়ির কোনো কাজ করতে বললে
তারা বলে হায় হায় !!
যদি কোনো বন্ধুর ডাক শোনা যায়,
তারা বলে চল পালায় পালায়;
কয়েকটি ছেলের মন হয় ভালো ,
তবে তারা রৌদে খেলে তাদের চেহারা করে কালো !
ওরা স্কুল ব্যাঙ্গ দিয়ে বলে চল ঘুরতে যাই ,
যদি ধরা পরে তখন স্যাররা বলে চল পিটাই পিটাই ;
মা বাবা ধরে তাদের মারে ,
তারা বলে তুমি কি যানো ;
তুমি মারো কারে
মানুষ ভাবে মেয়েরা হলো বোঝা ,
তবে একটা জিনিস খেয়াল করে দেখো;
মেয়েরাই কিন্তু সোজা ,
ছেলেরা হয় বেকা;
তাই ছেলেরা খায় বেশি ছেকা ,
মেয়েদের কোনো সমস্যা হলে তারা দেয় বাসায় কল
ছেলেদের কোনো সমস্যা হলে তারা বলে যেয়ে ওদের মারি চল চল চল...............
যে দিকে শোনা যাবে কোলাহল ,
সেখানে দেখবে তুমি ছেলেদের দল !
ছেলেদেরকে বাড়ির কোনো কাজ করতে বললে
তারা বলে হায় হায় !!
যদি কোনো বন্ধুর ডাক শোনা যায়,
তারা বলে চল পালায় পালায়;
কয়েকটি ছেলের মন হয় ভালো ,
তবে তারা রৌদে খেলে তাদের চেহারা করে কালো !
ওরা স্কুল ব্যাঙ্গ দিয়ে বলে চল ঘুরতে যাই ,
যদি ধরা পরে তখন স্যাররা বলে চল পিটাই পিটাই ;
মা বাবা ধরে তাদের মারে ,
তারা বলে তুমি কি যানো ;
তুমি মারো কারে
মানুষ ভাবে মেয়েরা হলো বোঝা ,
তবে একটা জিনিস খেয়াল করে দেখো;
মেয়েরাই কিন্তু সোজা ,
ছেলেরা হয় বেকা;
তাই ছেলেরা খায় বেশি ছেকা ,
মেয়েদের কোনো সমস্যা হলে তারা দেয় বাসায় কল
ছেলেদের কোনো সমস্যা হলে তারা বলে যেয়ে ওদের মারি চল চল চল...............
No comments